আকাশ থেকে হঠাৎ পড়ল নীল বরফখণ্ড!

0 Comments

photo-1476345036

সকালের রোদ-ঝলমলে আকাশ থেকে আচমকা আস্ত এক বরফের খণ্ড এসে পড়ল মাটিতে। তবে সেটা যে সে বরফের খণ্ড নয়, একেবারে নীল রঙের বরফ! আর আচমকা রৌদ্রোজ্জ্বল আকাশ থেকে নীল রঙের বরফের খণ্ড মাটিতে এসে পড়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তর উত্তর চব্বিশ পরগনা জেলায়।

উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন থানার পাকদহ গ্রামে বাড়ি শফিকুল ইসলামের। তিনি জানান, বৃহস্পতিবার সকালে রোজকার মতো তিনি তৈরি হচ্ছিলেন কাজে যাওয়ার জন্য। আনুমানিক ভারতীয় সময় তখন সকাল ৮টা বেজে ১৫ মিনিট। হঠাৎ বাইরে উঠোনে ধপ করে একটা আওয়াজ শুনতে পান। সেখানে যেতেই তাঁর চক্ষু চড়কগাছ!

বাড়ির উঠোনে প্রায় ৮ থেকে ১০ কেজি ওজনের একটা নীল রঙের বরফের খণ্ড পড়ে থাকতে দেখেন শফিক।

1476344931-india-nil-3

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বলেন, ‘আমরা বাইরেই ছিলাম। আচমকা আকাশ থেকে ওই নীল বরফের চাই পড়তে দেখি উঠোনে। যখন এই বরফের চাইটি এসে পড়ে, তখন বাইরে খটখটে রোদ্দুর এবং আকাশে বিন্দুমাত্র মেঘ ছিল না।’

আকাশ থেকে নীল বরফের খণ্ড পড়ার কথা ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে মানুষ এসে ভিড় জমাতে শুরু করেন পাকদহ গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে।

উঠোনে যে জায়গায় বরফের খণ্ডটি পড়েছে, সেই জায়গা এসিডে পোড়ার মতো কালো হয়ে গেছে।

1476344818-india-nil-2

খবর পেয়েই পুলিশের একটি টিম যায় পাকদহ গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে। শাসন থানার ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) নাসিম আখতার বলেন, ‘আমরা গিয়ে দেখতে পাই, নীল বরফের চাইটির অনেকটাই গলে গেছে। তবে বরফের চাইয়ের অবশিষ্ট কিছু অংশ উদ্ধার করতে পেরেছি আমরা। সেই অংশ পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কীভাবে সত্যিকারের আকাশ থেকে, নাকি কেউ চক্রান্ত করে এই ধরনের নীল বরফের চাই ফেলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

সূত্রঃ ntvbd.com

Leave a Reply

আগের পোষ্ট

সকল পোষ্ট